সুইডেনে নির্বাসিত জীবন যাপনকারি একজন পাকিস্তানি সাংবাদিককে মৃত অবস্থায় পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে। তিনি মার্চ মাস থেকেই নিখোঁজ ছিলেন। পুলিশের একজন মুখপাত্র বার্তা সংস্থা এ এফ পি কে জানায় ঊপসালার অদুরে ফাইরিস নদীতে গত ২৩শে এপ্রিল তার মরদেহ পা্ওয়া যায়। পাকিস্তানের সমস্যা জর্জরিত বালুচিস্তান প্রদেশের বাশিন্দা সাজিদ হোসেন, স্টকহোম থেকে ৬০ কিলোমিটার উত্তরে উপসালায় খন্ডকালীন অধ্যাপক হিসেবে কর্মরত থাকার সময়ে গত দোসরা মার্চ তিনি নিখোঁজ হন। তিনি তাঁরই তৈরি করা একটি অনলাইন ম্যাগাজিন বালুচিস্তান টাইমস এর প্রধান সম্পাদক ছিলেন। সেখানে তিনি মাদক চোরাচালান, জোরপূর্বক গুম করা এবং দীর্ঘদিনের বিদ্রোহ সম্পর্কে লেখালেখি করতেন।
পুলিশের মুখপাত্র বলেন যে ময়নাতদন্তের রিপোর্টে এ রকম সন্দেহ ঠিক নয় বলে মনে হচ্ছে যে তিনি কোন অপরাধের শিকার হয়েছেন। তবে তিনি আরও বলেন যে যদিও অপরাধের বিষয়টি সম্পুর্ণ ভাবে নাকচ করে দেয়া যায় না , হোসেনের মৃত্যুর কারণ কোন দূর্ঘটনা হতে পারে কিংবা তিনি আত্মহত্যা করতে পারেন। রিপোর্টার্স উইদাউট বর্ডারের সুইডিশ শাখার প্রধান এরিক হাল্কজায়ের বলেন যে িএ রকম সংশয় থেকেই যায় যে সাংবাদিক হিসেবে তাঁর কাজের কারণে তাঁকে হত্যা করা হতে পারে। ২০১৭ সালে হোসেন পাকিস্তান থেকে সুইডেনে আসেন এবং ২০১৯ সালে তিনি সে দেশে রাজনৈতক আশ্রয় পান। হোসেনের ব্যাপারে এ এফ পি জানতে চাইলে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রক কোন রকম মন্তব্য করতে অস্বীকৃতি জানায়।