প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প যে ভাবে করোনাভাইরাস মহামারি মোকাবিলা করছেন তাতে তাঁর বিরুদ্ধে ক্রমবর্ধমান সমালোচনা সত্ত্বেও, ট্রাম্প অঙ্গরাজ্যের গভর্ণরদের তাঁদের অর্থনৈতিক কার্যক্রম আবার চালু করতে যে উৎসাহিত করছেন সে ব্যাপারে যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার বিশ্বস্ততার সঙ্গেই প্রেসিডেন্টের পাশে গিয়ে দাঁড়িয়েছেন। ট্রাম্প যে ভাবে এই মহামারিতে সাড়া দিয়েছেন, বার সেটিকে রাষ্ট্রনায়কোচিত বলে প্রশংসা করেছেন এবং প্রেসকে ম্যালেরিয়া নিরাময়ে ওষুধের বিরুদ্ধে জিহাদ ঘোষণার জন্য তীব্র সমালোচনা করেছেন। ট্রাম্প ঐ বিতর্কিত ওষুধটিকে, কোন রকম বৈজ্ঞানিক প্রমাণ ছাড়াই কভিড ১৯ এর চিকিৎসার জন্য সম্ভবত ধন্বন্তরি বলে তুলে ধরেন।
অ্যাটর্নি জেনারেল অঙ্গরাজ্যগুলো যে বাড়িতে থাকার নির্দেশ দিয়েছে সে সম্পর্কে ট্রাম্পের হতাশারাই প্রতিধ্বনি তোলেন এবং এই ঘটনাকে গৃহবন্দী অবস্থায় থাকার মতোই বলেন যদিও বার এটাও স্বীকার করেন যে সংকটের সময়ে জরুরি ব্যবস্থা নেয়া অধিকার রাজ্যগুলোর রয়েছে। ২০১৯ সালে বার বিচার বিভাগের দায়িত্ব নেবার পর ট্রাম্পের স্বার্থ তুলে ধরার জন্য ডেমক্র্যাটদের কাছ থেকে কঠোর সমালোচনার সম্মুখীন হন।
ট্রাম্পের নির্বাচনী প্রচার অভিযানের সঙ্গে রাশিয়ার সম্পৃক্ততার ব্যাপারে রবার্ট মিউলারের তথ্যপ্রমাণকে নাকচ করে দেয়ার তার প্রচেষ্টার জন্য অনেকেই তাঁকে ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবি বলে অভিহিত করেছেন ।