অ্যাকসেসিবিলিটি লিংক

আফানিস্তানে জঙ্গী হামলায় ১৭ জন নিহত, অসংখ্য আহত


আফগান সরকারী কর্তৃপক্ষ জানিয়েছে শনিবার দেশের বিভিন্ন স্থানে জঙ্গী হামলায় অন্তত ১৭ জন নিহত ও আসংখ্য আহত হয়েছে। এর মধ্যে হেরাত প্রদেশের কারুখ জেলার একটি নির্মান এলাকায় জঙ্গী হামলায় ৯ জন নিহত হয়।

এছাড়া হেলমন্দ প্রদেশের মারহাগ জেলায় রাস্তার পাষে পুতে রাখা বোমা বিস্ফোরনে নারী ও শিশু সহ একটি ভ্যানে থাকা ৫ জন যাত্রী নিহত হয়। অপর এক ঘটনায় এর আগে শুক্রবার হেলমন্দ প্রদেশে রাস্তার পাশে রাখা বোমা বিস্ফোরণে তিন আফগান নারী নিহত হন।

চলতি বছর আফগানিস্তানে সাধারন মানুষ নিহত হওয়ার হার বেড়েছে। জাতিসংঘের অর্ধবার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে ২০১২ সালের প্রথম ছয় মাসের তুলনায় এ বছর প্রথম ছয় মাসে সিভিলিয়ান নিহত হওয়ার হার বেড়েছে ২৩ শতাংশ।
XS
SM
MD
LG