অ্যাকসেসিবিলিটি লিংক

আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটির কাছে ৬৫ জঙ্গি মুক্তি


যুক্তরাষ্ট্রের সমালোচনা সত্বেও আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটির কাছে যুক্তরাষ্ট্রের সাবেক আটক কেন্দ্র থেকে ৬৫ জন অভিযুক্ত জঙ্গিকে মুক্তি দিয়েছে।

আজ আফগান কর্মকর্তারা বলেন যে বন্দীদের দিনে আরও আগের দিকে পারওয়ান আটক কেন্দ্র থেকে ছেড়ে দেওয়া হয়। যাদের মুক্তি দেওয়ার কথা ছিল তাদের মধ্যে মোহাম্মদ ওয়ালি বলে এক ব্যক্তি ও রয়েছে এবং যুক্তরাষ্ট্র বলছে যে সে তালিবানের একজন বিস্ফোরক বিশেষজ্ঞ যে কী না যুক্তরাষ্ট্র এবং আফগান বাহিনীকে লক্ষ্য করে আক্রমণ চালিয়েছিল।

প্রেসিডেন্ট হামিদ কারজাই কয়েক সপ্তা আগে ঘোষণা করেন যে বন্দীদের বিষয়টি পর্যালোচনা করা হয়েছে এবং তাদেরকে ছেড়ে দেওয়ার ছাড়পত্র দেওয়া হয়েছে। কিন্তু যুক্তরাষ্ট্র ঐ সব বন্দীর মুক্তির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এসছে।

মি কারজাই বলছেন যে ঐ স্থাপনার অবস্থা এ রকম যে এ সব লোক তাদের নিজেদের দেশের বিরুদ্ধাচারণ করছে এবং তালিবানের প্রতি তারা বিশ্বস্ত হয়ে উঠছে।

যুক্তরাষ্ট্র চেয়েছিলো আফগানিস্তানের আদালতে ঐ সব বন্ধরি বিচার হোক।
XS
SM
MD
LG