অ্যাকসেসিবিলিটি লিংক

ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে তুরস্কের মসজিদে প্রার্থনা 


জেরুসালেমে ইসরায়েলী পুলিশের হামলায় ফিলিস্তিনিরা আহত হলে, সমগ্র তুরস্কজুড়ে মাসজিদগুলিতে প্রার্থনার আবেদন জানানো হয়I মুসলমানদের পবিত্র মাসে ইহুদি বসতিকারীরা ফিলিস্তিনিদের উচ্ছেদ শুরু করলে, দাঙ্গার সূত্রপাত হয়, যা নাটকীয় মোড় নিয়ে ইসরায়েলী বর্বর বিমান হামলায় রূপ নিয়েছেI

এছাড়াও, সোমবার ইস্তানবুলে ইসরায়েলী কনসুলেটের বাইরে শত শত তুরস্কের নাগরিক পবিত্র আল আকসা মসজিদের পুলিশি নির্যাতনের প্রতিবাদ জানাতে ফিলিস্তিনি পতাকা হাতে সমবেত হনI

প্রেসিডেন্ট এরদোয়ানের যোগাযোগ উপদেষ্টা, ফাহ্রিদিন আলতুন সোমবার টুইটার মারফত জানান, ইসরায়েলী ঘৃণ্য ও বর্বর হামলা বন্ধের এখন সময় হয়েছেI এর দুদিন আগে প্রেসিডেন্ট, রেসেপ তাইয়েফ এরদোয়ান মুসলমান প্রার্থনাকারীদের ওপর ইসরায়েলী হামলার তিরস্কার করেনI

XS
SM
MD
LG