অ্যাকসেসিবিলিটি লিংক

আটক আই এস সদস্যদের তুরস্ক তাদের দেশে ফেরত পাঠাবে


তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রী আজ বলেছেন তুরস্ক আটক ইসলামিক স্টেটের সদস্যদের শেষ পর্যন্ত তাদের নিজ নিজ দেশে পাঠিয়ে দেবে । তিনি বলেন আমরা শেষ সময় পর্যন্ত তাদের রেখে দেবো না।

মন্ত্রী সুলইমান সোয়েলু বলেন যে সিরিয়ায় আই এস এর পক্ষে যে সব ইউরোপীয় দেশের নাগরিক লড়াই করেছে, তাদেরকে গ্রহণ করতে ঐ সব দেশের অস্বীকৃতি তুরস্কের কাছে গ্রহণযোগ্য নয় এবং এটি সে দেশগুলোর পক্ষেো দায়িত্বহীনতার পরিচয়।ইস্তাম্বুলে সংবাদদাতাদের সঙ্গে কথা বলার সময়ে সোয়েলু, ব্রিটেন এবং নেদারল্যান্ডস এর দৃষ্টান্ত দেন তবে বলেন যে তারাই কেবল নয় , অন্য কিছু ইউরোপীয় দেশগুলো, আই এস যোদ্ধাদের নাগরিকত্ব বাতিল করছে যাতে করে তুরস্ক তাদেরকে স্বদেশে পাঠাতে না পারে।

গত মাসে সিরিয়ার উত্তর পুর্বাঞ্চলে কুর্দি মিলিশিয়াদের বিরুদ্ধে অভিযান চালানোর সময়ে তুরস্ক আই এস সদস্যদের আটক করে যারা কীনা কুর্দি বাহিনীর হেফাজতে ছিল।আই এস এতে অন্তর্ভুক্ত ইউরোপীয় দেশগুলোর নাগরিকদের ফিরিয়ে নেয়ার ব্যাপারে সোয়লুর এই মন্তব্য ছিল , তুরস্কের তরফ থেকে এ ব্যাপারে উপর্যুপরি আবেদনের সর্বসাম্প্রতিক দৃষ্টান্ত।

XS
SM
MD
LG