অ্যাকসেসিবিলিটি লিংক

শীর্ষ স্থানীয় ডেমোক্রেটিক বিধায়করা হোয়াইট হাউজের তীব্র সমালোচনা করছেন


শীর্ষ স্থানীয় ডেমোক্রেটিক বিধায়করা হোয়াইট হাউজের তীব্র সমালোচনা করছেন এবং তাঁদের মধ্যে একজন প্রেসিডেন্ট এবং তাঁর সহযোগীদের এই বলে অভিযুক্ত করছেন যে, তাঁরা আমেরিকান জনগণকে এ কথা বোঝানোর চেষ্টা করছেন যে আফগানিস্তানে যুক্তরাষ্ট্র ও মিত্রবাহিনীর উপর আক্রমণ চালানোর জন্য অর্থ প্রদানের ব্যাপারে রাশিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগটা কোন গুরুতর ব্যাপার নয়। প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলসির এই সমালোচনার ঠিক আগেই গতকাল সি আই এ ও জাতীয় নিরাপত্তা সংস্থার পরিচালকরা এবং সম্প্রতি নিযুক্ত জাতীয় গোয়েন্দা পরিচালক গোপনে এ বিষয়ে অবহিত করেন। পেলসি যদিও গোয়েন্দার খবর সম্পর্কে কোন মন্তব্য করতে অস্বীকৃতি জানান, তিনি বলেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এবং তাঁর কর্মীরা এই তথ্যের গুরুত্বকে খাটো করে দেখানোর যে চেষ্টা করছেন তা ঐ অঞ্চলে যুক্তরাষ্ট্রের বাহিনীর প্রতি অন্যায় করার শামিল।

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ও’ব্রায়ানসহ হোয়াইট হাউজের শীর্ষ কর্মকর্তারা প্রেসিডেন্টকে এই গোপন সংবাদটি অবহিত না করার ব্যাপারে তাদের নিজেদের সিদ্ধান্তকে সমর্থন করেছেন। ঐ গোপন প্রতিবেদনে এ রকম আভাস পাওয়া যায় যে আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের এবং মিত্র বাহিনীর সৈন্যদের উপর আক্রমণ চালানোর জন্য রাশিয়ার গোয়েন্দা বিভাগ তালিবানের সঙ্গে সংশ্লিষ্ট জঙ্গিদের পুরস্কৃত করছিল। তবে বুধবার ও’ব্রায়ান এই সিদ্ধান্তের জন্য ট্রাম্পের সি আই এ অবহিতকারীকে দায়ী করে বলেন,” তিনি এই সিদ্ধান্ত নেন কারণ প্রকাশিত ঐ গোয়েন্দা রিপোর্টের উপর তাঁর আস্থা ছিল না”। ট্রাম্প নিজেও বুধবার টুইটারে লেখেন যে এই ভাওতাবাজি খবর তার রাজনৈতিক সম্ভাবনাকে খর্ব করার জন্য করা হয়েছে। ট্রাম্প বলেন গোয়েন্দাদেরও অনেকেই বিশ্বাস করেননি যে এই ঘটনা আদৌ ঘটেছে। তবে পেলসি বলছেন যে প্রেসিডেন্টকে জানানোর ব্যাপারটি যেমন তাঁর কাছে এখন ও পরিস্কার নয়, তেমনি গোয়েন্দা কর্মকর্তারা কংগ্রেসকে এই খবর জানাতে কেন ব্যর্থ হলেন সেটাও পরিস্কার নয়। পেলসি এবং সেনেটের সংখ্যালঘু দলের নেতা ডেমক্র্যাট চাক শুমার রাশিয়া ও তার নেতা ভ্লাদিমির পুতিনের ব্যাপারে কঠোর অবস্থান গ্রহণের জন্য ট্রাম্পের প্রতি আহ্বান জানান।

XS
SM
MD
LG