অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রে টুলসায় লকডাউনের পর আজ প্রথম বিশাল আকৃতির সমাবেশ হবে


যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের হাজার হাজার সমর্থক ওকলাহোমার টুলসায় আজ সমবেত হচ্ছেন যেখানে করোনাভাইরাসের জন্য সব কিছু বন্ধ থাকার এবং পুলিশের নৃশংসতার প্রতিবাদ বিক্ষোভের পর ট্রাম্প এই প্রথম বিশাল আকৃতির সমাবেশে বক্তব্য রাখবেন।

করোনাভাইরাস সংক্রমণ রোধে সমাবেশে উপস্থিত সকলকেই মুখে মাস্ক পরার জন্য একটি অনুরোধ ওকলাহোমার সুপ্রিম কোর্ট নাকচ করে দিয়েছে। ঐ রাজ্যের আদালত এক আদেশে বলে যে বহু স্থানীয় বাশিন্দা যে এই অনুরোধ জানিয়েছেন সেটা বাধ্যতামূলক করা তাদের আইনী এখতিয়ারের বাইরে। ট্রাম্পের প্রচার অভিযানকারীরা বলেন যে, যারা এই সমাবেশে যোগ দেবেন আয়োজকরা তাদের প্রত্যেককে মাস্ক এবং হাত মোছার স্যানেটাইজার দেবে।সেখানে ১৯ হাজার লোকের আসন রয়েছে তবে ট্রাম্পের প্রচার অভিযানকারীরা এক লক্ষের ও বেশি লোক টিকিট চেয়েছেন।

টুলসার মেয়র বিশৃঙ্খলার আশংকায় সমবেশ স্থলে আশপাশে কারফিউ জারি করেছেন কিন্তু পরে তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশ মেনে নেন। ট্রাম্প এক টুইট বার্তায় জানান যে, তিনি মেয়রের সঙ্গে কথা বলেছেন এবং সেখানে আজ কোন কারফিউ থাকবে না।

XS
SM
MD
LG