অ্যাকসেসিবিলিটি লিংক

ব্রাজিলে এ পর্যন্ত ৪২,০০০ লোক করোনাভাইরাসে প্রাণ হারিয়েছে


ব্রাজিলে করোনাভাইরাস মহামারীতে মৃতদের লাশ সমাহিত করার সুযোগ সৃষ্টির জন্য সেখানকার সব চেয়ে বড় শহরের গোরস্থানগুলোতে পুরোনো কবর খুঁড়ে নতুনদের জন্য জায়গা করে দেয়া হচ্ছে। অতীতে যারা মারা গেছে তাদের হাড়গোড় এবং দেহাবশেষ ধাতব ধারকপাত্রে রাখা হচ্ছে।

গতকাল সাও পলোর পৌরো কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে যে, যারা তিন বছর আগে মারা গেছে তাদের দেহবাশেষ কবর থেকে বের করে সংখ্যা চিহ্নিত ব্যাগে রাখা হবে এবং ব্যাগগুলো আবার বারোটি ধারক পাত্রে রাখা হবে। ধারক পাত্রগুলো ১৫ দিনের মধ্যেই বিভিন্ন গোরস্থানে পাঠিয়ে দেয়া হবে। সাও পোলো হচ্ছে, ল্যাটিন আমেরিকার সব চেয়ে বেশি সংক্রমিত দেশ ব্রাজিলের শহর। ঐ এক কোটি কুড়ি লক্ষ লোক অধ্যূষিত শহরে বৃহস্পতিবার নাগাদ ৫,৪৮০ জন মারা গেছেন ।

অনেক স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন আগস্ট মাসে সেখানে এই মহামারী আরও ভয়ংকর রূপ গ্রহণ করতে পারে এবং বড় শহরগুলো থেকে গোটা দেশে ছড়িয়ে পড়তে পারে। ব্রাজিলে এ পর্যন্ত ৪২,০০০ লোক করোনাভাইরাসে প্রাণ হারিয়েছে এবং মৃতের সংখ্যার হিসেবে ব্রাজিল এখন ব্রিটেনকে ছাড়িয়ে দ্বিতীয় স্থানে রয়েছে।

XS
SM
MD
LG