অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতে একদিনে কোভিড বেড়েছে ১০ শতাংশ, পশ্চিমবঙ্গেও সংক্রমণ বাড়ছে


ভারতের আহমেদাবাদে করোনাভাইরাস পরীক্ষার জন্যে সোয়াব নিচ্ছেন একজন স্বাস্থ্যকর্মী- ফাইল ফটো- রয়টার্স
ভারতের আহমেদাবাদে করোনাভাইরাস পরীক্ষার জন্যে সোয়াব নিচ্ছেন একজন স্বাস্থ্যকর্মী- ফাইল ফটো- রয়টার্স

ভারতে কোভিড সংক্রমণ বাড়ছে। বুধবার সকালে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক যে বুলেটিন প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে কোভিডে আক্রান্ত ১৫ হাজার ৮২৩ জন। যা মঙ্গলবারের বুলেটিনের তুলনায় ১০ শতাংশ বেশি।

একই ভাবে পশ্চিমবঙ্গেও বৃদ্ধি পেয়েছে করোনা সংক্রমণ। মঙ্গলবার রাতে স্বাস্থ্য ভবন যে বুলেটিন প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে একদিনে রাজ্যে নতুন করে কোভিডে সংক্রমিত হয়েছেন ৭৬৮ জন। যা সোমবারের চেয়ে অনেকটাই বেশি। রাজ্যে একদিনে মৃত্যু হয়েছে ১০ জনের।

সংক্রমণ বাড়ায় বাড়ল অ্যাকটিভ কেসের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় রাজ্যে সুস্থ হয়ে উঠেছেন ৭৩৫ জন। গত ২৪ ঘণ্টায় কলকাতায় করোনা আক্রান্ত হয়েছেন ১৮০ জন। দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে আক্রান্ত হয়েছেন ১২৬ জন। পুজোর মধ্যে মাস্ক পরতে অনীহা দেখা যাচ্ছে অনেকের মধ্যেই। চিকিৎসকদের কথায়, রাজ্যের ঊর্ধ্বমুখী কোভিডগ্রাফের কারণ এটাই।

ওদিকে কোভিড নিয়ে সচেতনতা তৈরিতে নেমেছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। মাস্ক না পরার প্রবণতা বেশি দেখা যাচ্ছে তরুণ তরুণীদের মধ্যেই। তাদের হাতে মাস্ক তুলে দিয়েছেন যাদবপুরের পড়ুয়ারা।

রাস্তায় বেরিয়ে মাত্র কয়েক মাস আগের ভয়াবহতার কথা আরও একবার মনে করিয়ে দিচ্ছেন তাঁরা। মাস্কহীন জনতাকে বোঝাচ্ছেন, পুজোয় আপনি যেমন আনন্দ করতে বেরিয়েছেন, তেমনই পরিকল্পনা ছিল আরও অনেকের। কিন্তু কোভিড তাঁদের কাছের মানুষকে কেড়ে নিয়েছে, তাই এবারের পুজো অনেকের কাছেই বেমানান। তাঁদের কথা ভেবে অন্তত মাস্কটুকু পরুন। যতটা সম্ভব দুরত্ববিধি মানুন। সুস্থ থাকুন।

XS
SM
MD
LG