ভারতে আজ থেকে সরকারিভাবে জম্মু ও কাশ্মীর রাজ্য ভেঙে দুটি আলাদা কেন্দ্র শাসিত অঞ্চলে পরিণত হলো।
গতকাল মাঝরাতে ঘড়ির কাঁটা ১২টার ঘর ছুঁতেই ক্যালেন্ডারের পাতায় ৩১শে অক্টোবর হয়ে গেল, আর ভারতের সবচেয়ে উত্তর প্রান্তের রাজ্যটি সরকারিভাবে হয়ে গেল দুটি আলাদা কেন্দ্র শাসিত অঞ্চল। জম্মু ও কাশ্মীর, আর লাদাখ।
ভারতের সংসদে এই মর্মে ঘোষণা হয়েছিল ৫ই আগস্ট। তার ৮৬ দিন পরে তা কাজে পরিণত হলো। এখন থেকে আর রাজ্যপাল নয়, এই দুই অঞ্চলের প্রশাসনিক প্রধান হবেন দুজন লেফটেন্যান্ট গভর্নর। লাদাখের লে'তে আরকে মাথুর আর কাশ্মীরের শ্রীনগরে জিসি মুর্মু আজই তাঁদের নতুন পদে শপথ গ্রহণ করেছেন। কাশ্মীরের রাজ্যপাল সত্যপাল মালিককে বদলি করা হয়েছে গোয়ায়। ইতোমধ্যে দুই অঞ্চলের সম্পত্তি বন্টন শুরু হয়ে গিয়েছে।
কাশ্মীরের ভারত ভুক্তির মূল কাণ্ডারী, ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেলের আজ ১৪৪ তম জন্ম বার্ষিকী। সেই উপলক্ষ্যে আজ গুজরাতে প্যাটেলের মূর্তির সামনে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সংবিধানের ৩৭০ ধারা কাশ্মীরের জনগণকে বাকি ভারতের সঙ্গে বিচ্ছিন্ন করে রেখেছিল, আজ সেই প্রাচীর ভেঙে সব এক হয়ে গেল।