অ্যাকসেসিবিলিটি লিংক

ফরাক্কা থেকে গঙ্গার উপর দিয়ে ইলিশ মাছ পাড়ি দিতে চলেছে এলাহাবাদে


নববর্ষের মুখে এদেশের ইলিশপ্রেমীদের জন্য সুখবর, দীর্ঘ ৩২ বছর পর ফরাক্কা থেকে গঙ্গার উপর দিয়ে ইলিশ মাছ পাড়ি দিতে চলেছে এলাহাবাদে।

এলাহাবাদের নতুন নাম হয়েছে প্রয়াগরাজ। কুম্ভ মেলা থেকে শুরু করে অযোধ্যার রাম মন্দির পর্যন্ত অনেক কিছুর জন্যই জায়গাটি বারবার খবরের শিরোনামে উঠে এসেছে। তাতে সাম্প্রতিকতম সংযোজন হলো ইলিশ মাছ, যাকে সাহেবরা বলেন কুইন অফ ফিশ, "মাছের রাণী", আর সাহিত্যিক বুদ্ধদেব বসুর কথায় "জলের রুপোলি শস্য"। এককালে এলাহাবাদের গঙ্গায় প্রচুর ইলিশ মিলতো এবং তা চালান হয়ে যেত ভারতের নানান বাজারে ইলিশ ভক্তদের জন্য। কিন্তু বেশ কিছু বছর ধরে তাতে ভাটা পড়েছে। সম্প্রতি ফরাক্কা থেকে পাটনা জাতীয় জলপথ উন্নয়ন ও জলযান পরিবহন কর্মসূচির আওতায় একটি লক স্থাপনের ফলে গঙ্গার উপর দিয়ে পণ্য পরিবহনের যেমন সুবিধা হবে, তেমনই ইলিশ মাছের বংশ বৃদ্ধি পাবে বলে কেন্দ্রীয় জলপথ মন্ত্রক সূত্রে জানা গিয়েছে। এবং গঙ্গার উপর দিয়ে ইলিশের ঝাঁক চলে যাবে এলাহাবাদ। নববর্ষের আগে এই খবর পেয়ে বাঙালি স্বভাবতই খুশি।

please wait

No media source currently available

0:00 0:00:57 0:00

XS
SM
MD
LG