আরো দুই দল যোগ দিচ্ছে বিজেপি-র নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স বা এনডিএ-তে। জেডিইউ দলে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের অনুগামী অংশ দল ভেঙে বিজেপির সঙ্গে যাচ্ছেন। দলের অন্য অংশের নেতা শরদ যাদব থাকতে চান বিরোধীদের সঙ্গে, ভবিষ্যতের বিরোধী গ্র্যান্ড অ্যলায়েন্সের অংশ হয়ে। অন্য দিকে, দক্ষিণ ভারতের তামিলনাড়ুতে প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার দল এডিএমকে-র দুই অংশ নিজেরা ঐক্যবদ্ধ হবার প্রক্রিয়া প্রায় শেষ করে ফেলেছে। জয়ললিতা নিজেও নরেন্দ্র মোদির ঘনিষ্ঠ ছিলেন। এবার ঐক্যবদ্ধ এডিএমকে এনডিএ-তে যোগ দেবে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। জাতীয় রাজনীতির যা গতি-প্রকৃতি, বিরোধীরা ক্রমেই কোণঠাসা ও সংখ্যালঘু হয়ে পড়ছেন। শক্তি বাড়িয়ে চলেছে এনডিএ।