জম্মু ও কাশ্মীরের শোপিয়ানে রাতভর গুলির লড়াইয়ে ৬ জন জঙ্গি নিহত হয়েছে, প্রাণ হারিয়েছেন একজন ভারতীয় সেনাও।
শোপিয়ানের বাটাগুন্ডি গ্রামে কয়েক জন জঙ্গি লুকিয়ে আছে খবর পেয়ে কাল রাতে সেনা-পুলিশ যৌথ অভিযানে বেরোয়। গ্রামটিকে চারদিক থেকে ঘিরে ফেলতেই একটি বাড়ি থেকে নিরাপত্তা বাহিনীর দিকে ঝাঁকে ঝাঁকে গুলি ছুটে আসে। ভোর রাতে গুলির লড়াই থামে। রবিবার সকালে সেনা মুখপাত্র কর্নেল রাজেশ কালিয়া জানান, সেনা বাহিনীর গুলিতে ৬ জঙ্গি নিহত হয়েছে। তারা ইন্ডিয়ান মুজাহিদিন ও লস্কর ই তৈবা গোষ্ঠীর সদস্য। এদের মধ্যে আজাদ আহমেদ মালিক নামে একজন জঙ্গি কাশ্মীরি সাংবাদিক সুজাত বুখারি হত্যায় অভিযুক্ত ছিল। সংঘর্ষে রাষ্ট্রীয় রাইফেলসের নায়েক নাজির আহমেদ প্রাণ হারিয়েছেন। জঙ্গি ডেরা থেকে প্রচুর অস্ত্র ও গোলাবারুদ পাওয়া গিয়েছে। মাত্র কয়েক দিন আগেই অনন্তনাগ ও শোপিয়ানে অন্য দুটি সেনা-জঙ্গি সংঘর্ষে যথাক্রমে ৬ জন ও ২ জন জঙ্গি নিহত হয়েছিল।