অ্যাকসেসিবিলিটি লিংক

কলকাতা সহ দক্ষিণ বঙ্গে প্রবল বৃষ্টিতে মানুষ চরম দুর্ভোগে পড়েছে


কলকাতা সহ দক্ষিণ বঙ্গে টানা তিন দিন ধরে প্রবল বৃষ্টিতে রাস্তাঘাট ভেসে মানুষ চরম দুর্ভোগে পড়েছে।

এ বছর বর্ষাকাল শুরু হওয়ার পর প্রথম মাস দেড়েক প্রায় অনাবৃষ্টি, তার পর অতিবৃষ্টি। ভারতের বেশ কয়েকটি রাজ্য যখন বন্যার কবলে, উত্তর বঙ্গের বহু জেলা জলের তলায়, তখন দক্ষিণ বঙ্গে বৃষ্টির অভাবে খরা পরিস্থিতি চলছিল। চাষিদের মাথায় হাত, বর্ষণে ঘাটতি না মিটলে ফসল ফলানো যাবে না। শেষ পর্যন্ত দক্ষিণ বঙ্গও বর্ষার মুখ দেখল, তবে তাতেও বিপত্তি। গত শুক্রবার থেকে আজ রবিবার পর্যন্ত টানা বৃষ্টিতে কলকাতার উত্তর মধ্য ও দক্ষিণে বহু এলাকায় রাস্তাঘাট জল জমে অগম্য। অপেক্ষাকৃত নিচু জায়গাগুলোতে বাড়ির একতলা ডুবে গিয়েছে। ইতিমধ্যে জলে ডুবে ও তড়িদাহত হয়ে দুজনের মৃত্যু হয়েছে।

বিমানবন্দর থেকে শহরে আসার প্রধান রাস্তা ভিআইপি রোডের গায়ে কিছু আবাসনের বাসিন্দারা কার্যত জলবন্দি হয়ে আছেন। সেখানে রিকশা করে শুধু রাস্তা পার হতেই কুড়ি টাকা খরচা পড়ে যাচ্ছে। কলকাতার মেয়র ফিরহাদ হাকিম কলকাতা পুরসভার উচ্চপদস্থ অফিসারদের নিয়ে শহর ঘুরে জমা জল পাম্প করে তোলা হচ্ছে কিনা দেখেন।

please wait

No media source currently available

0:00 0:01:05 0:00

XS
SM
MD
LG