অ্যাকসেসিবিলিটি লিংক

ভারত বিশ্বের শরণার্থীর রাজধানী হতে পারে না


অসমের নাগরিক পঞ্জীর চূড়ান্ত তালিকা প্রকাশের তারিখ পিছিয়ে দেওয়ার জন্য আজ সুপ্রিম কোর্টের কাছে আর্জি জানানো হয়েছে।

অসমের জাতীয় নাগরিক পঞ্জী বা এনআরসির চূড়ান্ত তালিকা প্রকাশের সময়সীমা দ্রুত শেষ হয়ে আসছে। এর আগে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে, ৩১শে জুলাই তালিকা বের করতেই হবে। তার আর দু'সপ্তাহও বাকি নেই। এই অবস্থায় তারিখ পিছিয়ে দেওয়ার জন্য আজ শুক্রবার ভারতের সর্বোচ্চ আদালতের কাছে আর্জি জানিয়েছে রাজ্য ও কেন্দ্রীয় সরকার।

কেন্দ্রের তরফে সলিসিটার জেনারেল তুষার মেহতা বলেন, এনআরসির কিছু অফিসারের ভুলে লক্ষাধিক বৈধ নাগরিক তালিকা থেকে বাদ পড়েছেন, আবার কিছু লোভী অফিসার ঘুষ নিয়ে বহু অবৈধ বাসিন্দার নাম তালিকাভুক্ত করেছেন। সলিসিটার জেনারেল বলেন, ভারতে অনুপ্রবেশকারীদের স্থান নেই। ভারত বিশ্বের শরণার্থীর রাজধানী হতে পারে না।এই তালিকার নামগুলো ঠিক ভাবে যাচাই করতে আরও সময় দেওয়া হোক। তাঁর অনুরোধ মতো সুপ্রিম কোর্ট আগামী মঙ্গলবার এই বিষয়ে সিদ্ধান্ত নিতে রাজি হয়েছে।

please wait

No media source currently available

0:00 0:00:34 0:00

XS
SM
MD
LG