আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে রাজ্য বিজেপির সভাপতি ও বিজেপির সাংসদ দিলীপ ঘোষ কে গ্রেফতার করা উচিত। এন আর সি প্রতিরোধ সভায় এমনই বিস্ফোরক মন্তব্য করলেন সিপিআইএম-এর পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিম।
উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার রবীন্দ্রভবনের মাঠে জনসভায় বক্তব্য রাখতে গিয়ে সভামঞ্চ থেকে তৃণমূল কংগ্রেস নেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তীব্র ভাষায় আক্রমণ করলেন সিপিএম নেতা মহম্মদ সেলিম। সংশ্লিষ্ট সভায় বক্তৃতা আরএসএস-এর বিরুদ্ধে সরব হন মহম্মদ সেলিম।
সভা শেষে এক সাংবাদিক সম্মেলন তিনি বলেন, সংশ্লিষ্ট জেলারই ময়নাগুড়ির বাসিন্দা অন্নদা রায়-সহ আরো বেশ কয়েকজন এনআরসি গুজবে আত্মঘাতী হয়েছেন। এই গুজব ছড়াচ্ছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। প্রতিদিন তিনি বিভিন্ন সভায় বলে বেড়াচ্ছেন ২ কোটি মানুষ কে বাংলা থেকে তাড়াবো। রাজ্য সরকারের উচিত তার বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা।