ভারতের কেন্দ্রীয় মন্ত্রীসভা এবং রাজ্য সভায় গৃহীত জেনারেল ক্যাটাগরির গরিবদের ১০ শতাংশ সংরক্ষণের সিদ্ধান্ত বিজেপি-এনডিএর ভোট শেয়ার ১০ শতাংশ বাড়বে, প্রশস্ত হবে প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদির ফেরার পথ, এমনই দাবি করেছেন কেন্দ্রীয় মন্ত্রী তথা এনডিএ শরিক লোকজনশক্তি পার্টির সভাপতি রামবিলাস পাসোয়ান।
ভারতে জেনারেল ক্যাটাগরিতে ১০ শতাংশ সংরক্ষণের সিদ্ধান্তে বিজেপি-এনডিএর ভোট শেয়ার ১০ শতাংশ বাড়বে, যার জোরে প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদির ফেরার পথ প্রশস্ত হবে বলে সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনই অভিমত জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী তথা লোক ও জনশক্তি পার্টির সভাপতি রামবিলাস পাসোয়ান। বিরোধীদের মহাগঠবন্ধনের উদ্যোগকে তার অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও অস্থিরতার জন্যই মানুষ প্রত্যাখ্যান করবেন বলে দাবি করেছেন কেন্দ্রীয় মন্ত্রী তথা এনডিএ শরিক লোকজনশক্তি পার্টির সভাপতি। দেশে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলোর জোট বদ্ধ হওয়ার প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রীর বক্তব্য, চটকদার কর্মসূচির পথে না হেঁটে নরেন্দ্র মোদি সরকার দীর্ঘমেয়াদি সমাধানকে অগ্রাধিকার দেওয়ায় একাংশের মানুষ কিছুটা অসন্তুষ্ট হলেও মানুষ লোকসভা ভোটে প্রধানমন্ত্রীর ‘শক্ত’, ‘দৃঢ়’ নেতৃত্বের পক্ষেই ভোট দেবেন।