নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে বিশ্বাসঘাতক আখ্যা দিলেন। ভারতীয় জনতা পার্টি বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী। তাঁর অভিযোগ, নালন্দা বিশ্ববিদ্যালয় লুঠ করা ছাড়া দেশের জন্য অমর্ত্য সেন কিছুই করেননি।
রাজনৈতিক এই বিতর্কের সূচনা কেন্দ্রের পদ্ম সম্মান প্রদান নিয়ে। কংগ্রেস অভিযোগ করেছে বিজেপি আরএসএসের কয়েকজন নেতাকে পদ্ম পুরস্কার দিয়েছে। রণদীপ সুরজেওয়ালা টুইট করেন, যাঁরা বিজেপির হয়ে প্রচার করে দলের বৃদ্ধিতে সাহায্য করছেন এমন কয়েকজনকে এবার পদ্ম পুরস্কার দেওয়া হয়েছে।জবাবে বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী বলেছেন, আরএসএস নেতারাও ভারতের নাগরিক। তাঁরা কঠোর পরিশ্রম করেন কিন্তু স্বীকৃতি পান না। কোনও আকাঙ্খা না রেখেই সমাজসেবা করেন তাঁরা। এনডিএ এর আগে অমর্ত্য সেনকেও সম্মানিত করে, যিনি আসলে বিশ্বাসঘাতক। নালন্দা বিশ্ববিদ্যালয় লুঠ করা ছাড়া দেশের জন্য কী করেছেন তিনি বলে প্রশ্ন তুলেছেন সুব্রহ্মণ্যম স্বামী , তাঁর বক্তব্য স্রেফ বামপন্থী হওয়ায় কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সনিয়া গাঁধী তাঁকে নালন্দার দায়িত্ব দেন।