অ্যাকসেসিবিলিটি লিংক

চীন যুক্তরাষ্ট্রের পণ্যের উপর শুল্ক বৃদ্ধি করছে


আজ শনিবার চীন কোটি কোটি ডলার মূল্যের যুক্তরাষ্ট্রের পণ্যের উপর শুল্ক বৃদ্ধি করেছে। চীন তাদের কথায় নির্ভরযোগ্য নয় এমন কিছু বিদেশি কোম্পানির কালো তালিকা প্রকাশ করতে যাচ্ছে। বিশ্লেষকরা বলছেন এর লক্ষ্য হচ্ছে, বিশাল টেলিকম কোম্পানি হুয়ায়েইকে দেয়া যুক্তরাষ্ট্র এবং যে সব বিদেশি প্রতিষ্ঠান সরবরাহ কমিয়ে দিয়েছে তাদেরকে শাস্তি দেয়া।

যুক্তরাষ্ট্রকে খোলাখুলি ভাবে উল্লেখ না করেই বেইজিং এ চীনের বানিজ্য মন্ত্রকের মুখপাত্র গাও ফেং বলেন যে কোন কোন বিদেশি প্রতিষ্ঠান অ-বানিজ্যিক উদ্দেশ্য বাজারের নিয়মগুলো লংঘন করেছে। তিনি বলেন চীন এ ধরণের প্রতিষ্ঠান যারা নির্ভরযোগ্য নয় তাদের তালিকা তৈরির সিদ্ধান্ত নিয়েছে যাতে করে আন্তর্জাতিক অর্থনীতি এবং বানিজ্যিক নিয়ম আর বহুজাতিক বানিজ্য ব্যবস্থা রক্ষা করা যায় , একপাক্ষিকতা এবং বানিজ্য সংরক্ষণশীলতার বিরোধীতা করা যায় আর চীনের জাতীয় নিরাপত্তা , জনস্বার্থ এবং প্রতিষ্ঠানগুলোর বৈধ অধিকার ও স্বার্থ রক্ষা করা যায়।

বেইজিং এর এই পদক্ষেপের কারণে যুক্তরাষ্ট্রের ছয় হাজার কোটি ডলার মূল্যের পণ্যের উপর ৫ থেকে ২৫ শতাংশ শাস্তিমূলক শুল্ক ধার্য করা হচ্ছে। এটি হচ্ছে কুড়ি হাজার কোটি ডলার মূল্যের চীনা পণ্যের উপর যুক্তরাষ্ট্রের ২৫ শতাংশ শুল্ক কর আরোপের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা।

XS
SM
MD
LG