অ্যাকসেসিবিলিটি লিংক

ধর্মান্ধ মানুষ জড়ো হয়ে সংঘর্ষের দিকে যাচ্ছে: সাম্প্রদায়িক উত্তেজন বাড়ছে ভারতের বিহারে


২০১৭ সালের জুলাইতে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ভেঙে দেন কংগ্রেস ও আরজেডি দলের সঙ্গে জোট, উল্টে সঙ্গে আনেন বিজেপিকে। আর, তারপর থেকেই সাম্প্রদায়িক উত্তেজনা ও ঘটনা বেড়ে চলেছে ও রাজ্যে। সরকারি তথ্য অনুসারে, ২০১২-য় ৫০টি ঘটনা ঘটে। ২০১৩-য় ঘটে ১১২টি, ২০১৪ সালে ১১০টি, ২০১৫-য় ১৫৫টি, ২০১৬-য় ২৩০টি।

এ বছরের তিন মাসেই ঘটে গিয়েছে ৬৪টি ঘটনা। সাম্প্রতিক রামনবমী শোভাযাত্রায় এই প্রথম দেখে গেল চকচকে তরোয়ালের ঝলসানি। গোয়েন্দা রিপোর্টের পর্য্যবেক্ষণ - মুসলমান এলাকা দিয়ে হিন্দুদের মিছিল ঘিরেই অনেক ঘটনা ঘটেছে। প্রতি বছরেই বিহারে রামনবমী ও দশেরা-য় ধর্মীয় উত্তেজনা বাড়ে। কিন্তু ইদানিং যে ভাবে ধর্মান্ধ মানুষ জড়ো হয়ে সংঘর্ষের দিকে যাচ্ছে, অতীতে তেমন চোখে পড়ত না।

please wait

No media source currently available

0:00 0:01:06 0:00

XS
SM
MD
LG