অ্যাকসেসিবিলিটি লিংক

প্রবাদপ্রতিম সঙ্গীত শিল্পী দ্বিজেন মুখোপাধ্যায় আজ কলকাতায় মারা গিয়েছেন


প্রবাদপ্রতিম সঙ্গীত শিল্পী দ্বিজেন মুখোপাধ্যায় আজ দুপুরে কলকাতায় তাঁর নিজের বাড়িতে মারা গিয়েছেন। একটা সময়ে হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে উচ্চারিত হতো তাঁর নাম। হেমন্ত মুখোপাধ্যায়ের মতোই তাঁরও পরনে থাকত ধুতি আর আজানুলম্বিত সাদা শার্ট। দীর্ঘ ঋজু চেহারার সঙ্গে মানানসই ভরাট কণ্ঠ। মহালয়ার ভোরে রেডিও অনুষ্ঠান মহিষাসুর মর্দিনীতে তাঁর গাওয়া "জাগো দুর্গা" সুর চিরস্মরণীয় হয়ে থাকবে।২০১০ সালে কেন্দ্রীয় সরকার দ্বিজেন মুখোপাধ্যায়কে পদ্মভূষণ উপাধি দেয়। তার পরের বছর রাজ্য সরকার দেয় বঙ্গবিভুষণ উপাধি। একানব্বই বছরের জীবনে হাজার দেড়েক গান রেকর্ড করেছেন তিনি। যার মধ্যে আটশো রবীন্দ্রসঙ্গীত। এছাড়া আধুনিক, হিন্দি গান, সিনেমার গান, সর্বত্রই ছিল তাঁর অনায়াস বিচরণ।

please wait

No media source currently available

0:00 0:00:56 0:00

XS
SM
MD
LG