অ্যাকসেসিবিলিটি লিংক

ভারত জুড়ে নারীদের সুরক্ষা নিশ্চিত করতে পুলিশ সম্মেলন


ভারতের সর্বত্র ক্রমশ নারী নির্যাতনের ঘটনা বেড়ে চলায় উদ্বিগ্ন প্রধানমন্ত্রী এই বিষয়ে সর্বভারতীয় স্তরে রাজ্য পুলিশ কর্তাদের সঙ্গে কথা বলেছেন।

মহারাষ্ট্রের পূণে শহরে এখন বিভিন্ন রাজ্যের পুলিশের ডিরেক্টর জেনারেল ও ইন্সপেক্টর জেনারেলদের সম্মেলন চলছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্ এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের উপস্থিতিতে সম্মেলনের প্রধান আলোচ্য বিষয় ছিল দেশজুড়ে নারীদের সুরক্ষা নিশ্চিত করা। বলা হয়, প্রায় প্রতিটি রাজ্যেই নারীরা নানা ধরনের নির্যাতনের শিকার হচ্ছেন। বিশেষ করে যৌন নির্যাতন লাগামছাড়া ভাবে বাড়ছে।

এই অপরাধ দমন করতে পুলিশকে আরও তৎপর হতে হবে। উল্লেখ্য, তাৎপর্যজনক ভাবে এই সম্মেলনে যোগ দিতে যাওয়ার ঠিক আগে বিহার পুলিশের ডিরেক্টর জেনারেল গুপ্তেশ্বর পাণ্ডে পাটনায় বলেছিলেন, রাজনৈতিক ও প্রভাবশালী অপরাধীদের সংবর্ধনা দেওয়া বন্ধ না হলে পুলিশের একার সাধ্য নেই অপরাধ দমন করে। পুলিশ সম্মেলনে এছাড়াও সন্ত্রাসী হামলা, সীমান্ত রক্ষা, ইন্টারনেট ভিত্তিক অপরাধ, ইত্যাদি বিষয়েও আলোচনা হয়।

please wait

No media source currently available

0:00 0:00:53 0:00


XS
SM
MD
LG