অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতের মধ্যপ্রদেশ রাজ্যে কংগ্রেসের অন্তর্দ্বন্দ্বে শেষ পর্যন্ত লাভ হলো বিজেপির


ভারতের মধ্যপ্রদেশ রাজ্যে কংগ্রেসের অন্তর্দ্বন্দ্বে শেষ পর্যন্ত লাভ হলো বিজেপির। কংগ্রেস মুখ্যমন্ত্রী কমল নাথ আজ দুপুরে পদত্যাগ করার সঙ্গে সঙ্গে তাঁর কুর্সিতে বসতে চলেছেন প্রাক্তন বিজেপি মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান, যাঁকে বিগত বিধানসভা নির্বাচনে রাজ্যের জনগণ খারিজ করে দিয়েছিল। তবে তখন থেকেই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব হারানো রাজ্য ফিরে পেতে তলে তলে চেষ্টার ত্রুটি রাখেনি। পনেরো মাস পরে সেই চেষ্টা সফল হলো মধ্যপ্রদেশে কংগ্রেসের প্রবীণ নেতা কমল নাথের বিরুদ্ধে নবীন প্রজন্মের নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বিদ্রোহ ঘোষণা করায়।

মধ্যপ্রদেশের রাজবংশের সন্তান এবং কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ঘনিষ্ঠ জ্যোতিরাদিত্য প্রথম থেকেই কমল নাথ বিরোধী। রাহুল কংগ্রেসের নেতৃত্ব থেকে সরে যাওয়ার পর ওঁর ক্ষোভ আরও বাড়ে এবং সম্প্রতি তিনি কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন। তাঁর সঙ্গে দলত্যাগ করেন ২২ জন। ফলে বিধানসভায় কংগ্রেস সংখ্যালঘু হয়ে পড়ে। আজ শুক্রবার কমল নাথ রাজ্যের মুখ্যমন্ত্রীর পদ ত্যাগ করেন এবং কংগ্রেস মন্ত্রিসভার পতন হয়।

please wait

No media source currently available

0:00 0:01:08 0:00
সরাসরি লিংক


XS
SM
MD
LG