কাগজে-কলমে চাঁদের মাটিতে পা রাখতে না পারলেও ভারতের চন্দ্র-অভিযানের ভূয়সী প্রশংসা করেছে মহাকাশ বিজ্ঞানে বিশ্বের সবচেয়ে অগ্রণী দেশ যুক্তরাষ্ট্র। প্রশংসায় পঞ্চমুখ আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা-ও।
ইসরো-র সঙ্গে যৌথ ভাবে কাজ করতে চায় তারা।রবিবার টুইটারে ইসরো-কে ট্যাগ করে নাসা লিখেছে, '‘মহাকাশটা কঠিন জায়গা। চাঁদের দক্ষিণ মেরুতে পা রাখার লক্ষ্য নিয়ে ইসরোর অভিযান প্রশংসনীয়। অভিনন্দন জানাই। এই প্রেরণাদায়ক অভিযানের পর ভবিষ্যতে একসঙ্গে সৌরজগতের অন্বেষণ করতে আমরা উদ্বুদ্ধ।’' নাসা-র মতোই ভারতের এই উদ্যোগকে সাধুবাদ দিয়ে যুক্তরাষ্ট্র সরকার জানিয়েছে, চন্দ্রযান-২ অভিযান ভারতের একটি বিরাট পদক্ষেপ, যা ভবিষ্যতে বৈজ্ঞানিক অগ্রগতিতে রসদ জোগাবে।
যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়ার কার্যনির্বাহী সচিব অ্যালিস জি ওয়েসল টুইটারে লিখেছেন, "চন্দ্রযান-২-এর অনন্য প্রচেষ্টার জন্য ইসরো-কে অভিনন্দন। ভারতের পক্ষে একটি বিরাট পদক্ষেপ এই অভিযান। আগামী দিনেও বৈজ্ঞানিক অগ্রগতির ক্ষেত্রে তা মূল্যবান তথ্য জোগাবে।আমাদের কোনও সন্দেহই নেই যে মহাকাশ অভিযানে ভারত তার উচ্চাকাঙ্ক্ষা পূরণ করবে।’'