কেন্দ্রীয় সরকার কাশ্মীর সমস্যার সমাধান করবেই। বিশ্বের কোনও শক্তি এটা আটকাতে পারবে না। এমনই দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ। একইসঙ্গে তাঁর দাবি, ভারতের বিরুদ্ধে অসৎ কার্যকলাপ চালিয়ে যাচ্ছে পাকিস্তান।
সুরাতে বিজেপি-র গুজরাত গৌরব যাত্রায় যোগ দিয়ে কাশ্মীর প্রসঙ্গে এই মন্তব্য করেছেন রাজনাথ। পাকিস্তানকে আক্রমণ করে তিনি বলেছেন, ‘পাকিস্তান আমাদের প্রতিবেশী রাষ্ট্র। নামের শুরুতে পাক থাকলেও, তারা সবসময় নাপাক কার্যকলাপ চালিয়ে যায়। ভারতকে ভাঙার চেষ্টা করে, ভারতে সন্ত্রাসবাদীদের পাঠায়। দ্বিপাক্ষিক আলোচনার ভিত্তিতে কাশ্মীর সমস্যার শান্তিপূর্ণ সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি প্রোটোকল ভেঙে পাকিস্তানেও গিয়েছিলেন। কিন্তু পাকিস্তান নিজেদের কার্যকলাপ বদলাচ্ছে না। এটা বেশিদিন চলতে পারে না।’