অ্যাকসেসিবিলিটি লিংক

বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদব জেলে গেলেন


জেলে গেলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী, তথা রাষ্ট্রীয় জনতা দলের শীর্ষ নেতা, তথা কংগ্রেসের ভোট সঙ্গী, লালুপ্রসাদ যাদব। গত কয়েক দিনে কংগ্রেস সঙ্গী ডিএমকে নেতারা টেলিকম কেলেঙ্কারীর অভিযোগ থেকে মুক্তি পান, মুম্বইয়ের এক আবাসন কেলেঙ্কারির অভিযোগ থেকেও মুক্ত হন ও রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক চ্যবন। পশুখাদ্য কেলেঙ্কারির অভিযোগ থেকে লালুও ছাড়া পাবেন, এমন আশা ছিল। কিন্তু, বোঝাই যাচ্ছে, লালু সহজে জেলে থেকে ছাড়া পাচ্ছেন না। বস্তুত, লালু নিজে, স্ত্রী রাবড়ি দেবী ও কন্যা মিসা নানা অভিযোগে অভিযুক্ত। রাজনীতিতে আসা দুই পুত্র তেজস্বী ও তেজপ্রতাপ কদ্দিন দুর্নীতিমুক্ত থাকবেন, বলা কঠিন। কিন্তু বিহারের মানুষের একটা বড় অংশ এ অভিযোগ মানতে রাজি নন। তাঁরা ভাবেন, উচ্চ বর্ণের নন বলেই লালুর বিরুদ্ধে ষড়যন্ত্র।এই জনপ্রিয়তা মেনে নিয়েই শনিবার লালু জেলে যাওয়ার পরেও তাঁর সঙ্গে জোট চালিয়ে যেতে চায় কংগ্রেস। বিজেপি-বিরোধী যে জোটে কংগ্রেস ও তৃণমূল কংগ্রেস-সহ অনেক দলই লালুর মুখাপেক্ষী, তারা এখনও মনে করছে, জেলে গেলেও লালুর রাজনৈতিক প্রভাব অক্ষুণ্ণ থাকবে।

please wait

No media source currently available

0:00 0:00:58 0:00

XS
SM
MD
LG