অ্যাকসেসিবিলিটি লিংক

পঞ্চায়েত নির্বাচনের নির্ঘণ্ট তৈরি করার জন্য বাংলার নির্বাচন কমিশনকে নির্দেশ কলকাতা হাইকোর্টের


নতুন করে বাংলার পঞ্চায়েত নির্বাচনের নির্ঘণ্ট তৈরি করবার জন্য বাংলার নির্বাচন কমিশনকে শুক্রবার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। খুব স্পষ্ট নির্দেশ, তার আগে মনোনয়ন জমা দেবার জন্য বাড়তি ১ দিন সময় দিতে হবে। উল্লেখ্য, এর আগে ৯ এপ্রিল রাতে এই কমিশনই মনোনয়ন জমার জন্য একটা দিন বাড়িয়ে দেয়। কিন্তু, ২৪ ঘণ্টা কাটার আগেই ১০ এপ্রিল কমিশন ঐ নির্দেশ প্রত্যাহার করে নেয়। বিরোধীদের অভিযোগ, তৃণমূল কংগ্রেসের চাপেই মত বদল। এর পর একের পর এক মামলা। শেষ পর্যন্ত বিচারপতি সুহাস তালুকদার শুক্রবার রায় দিলেন, মনোনয়ন জমার জন্য একটা দিন বাড়াতে হবে। এর পর রাজ্যের সঙ্গে কথা বলে নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণা করতে হবে। আপাত ভাবে মান্যতা পেল বিরোধী দলগুলির দাবীই। মনে হচ্ছে, রায়ের বিরুদ্ধে কমিশন বা তৃণমূল উচ্চতর আদালতে যাচ্ছে না। আশঙ্কা ছিল, তেমন কিছু হলে প্রথমে রমজান ও পরে বর্ষা নেমে গেলে গোটা ভোটই দীর্ঘ দিন পিছিয়ে যাবে। তা হচ্ছে না বলেই শুক্রবার সন্ধ্যাতেও প্রত্যাশা।

please wait

No media source currently available

0:00 0:00:47 0:00

XS
SM
MD
LG