অ্যাকসেসিবিলিটি লিংক

পশ্চিমবঙ্গের দমদম সেন্ট্রাল জেলে সংঘর্ষ


ভারতের পশ্চিমবঙ্গের দমদম সেন্ট্রাল জেলে আজ শনিবার সকালে বিচারাধীন ও সাজাপ্রাপ্ত বন্দীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। অশান্তি মেটাতে এসে পুলিশ লাঠি চালায় বলে অভিযোগ ওঠে। এরপর জেল কর্মীদের সঙ্গেও খণ্ডযুদ্ধ বেঁধে যায় বন্দীদের। এরপরই বিচারাধীন বন্দীরা জেলের ভেতরে আগুন ধরিয়ে দেয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শূণ্যে দু'রাউন্ড গুলি চালায় বলেও অভিযোগ। বিচারাধীন বন্দীদের অভিযোগ, তাঁদের আদালতে তোলা হচ্ছে না। এমনকী বাড়ির কাউকে তাদের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ। করোনা আতঙ্কে রাজ্যের সমস্ত আদালতে কাজকর্ম বন্ধ রয়েছে। তাই ঐ বন্দীদের আদালতে পেশ করা সম্ভব হচ্ছে না। এই নিয়ে শনিবার সকালে বিচারাধীন বন্দীরা বিক্ষোভ দেখাতে থাকে। সেই সময় সাজাপ্রাপ্ত বন্দীদের সঙ্গে তাদের হাতাহাতি বেধে যায়। জেল কর্মীরা পরিস্থিতি সামাল দিতে এলে তাদেরও মারধর করা হয়। এরপরই জেলের ভেতরে রান্নাঘর ও কয়েকটি সেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।

please wait

No media source currently available

0:00 0:00:58 0:00


XS
SM
MD
LG