অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতের পারমাণবিক অস্ত্রের ব্যবহার নিয়ে পাকিস্তানকে চূড়ান্ত হুঁশিয়ারি: প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং


ভারতের পশ্চিমাঞ্চলে রাজ্য রাজস্থানের পোখরানে প্রসঙ্গে, পারমাণবিক অস্ত্রের ব্যবহার নিয়ে এবার পাকিস্তানকে চূড়ান্ত হুঁশিয়ারি দিয়েছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং৷

প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন ‘‘প্রথমে পারমাণবিক অস্ত্র ব্যবহার না করার নীতিতে বিশ্বাসী ভারত৷ কিন্তু ভবিষ্যতে কী হবে, তা পরিস্থিতির উপর নির্ভর করছে৷’’ অর্থাৎ, প্রতিরক্ষা মন্ত্রীর মন্তব্যেই স্পষ্ট, ভারতের ‘নো ফার্স্ট ইউজ পলিসি’কে যেন নয়াদিল্লির দুর্বলতা না ভাবে ইসলামাবাদ৷ পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্তে বদলেরও সাহস দেখাতে পারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার । ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ির প্রথম প্রয়াণ বার্ষিকীতে আজ সকালেই টুইট করে অটলবিহারী বাজপেয়ীকে শ্রদ্ধা জানান রাজনাথ সিং৷ টুইটে তিনি লেখেন, ‘‘পোখরান হল সেই এলাকা, যেখান থেকে অটলজি ভারতকে পারমাণবিক শক্তিধর দেশগুলির তালিকায় পৌঁছে দিয়েছিলেন এবং নয়াদিল্লির ‘নো ফার্স্ট ইউজ’ রণনীতির সূত্রপাত হয়েছিল৷ যে রণনীতি ভারত আজও মান্য করে চলেছে৷ তবে ভবিষ্যতে কী হবে, তা পরিস্থিতির উপর নির্ভর করছে৷’’ কেবল টুইটেই নয়, সংবাদসংস্থা এএনআইকেও একই বক্তব্য জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী৷ কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপের পর, আন্তর্জাতিক মহলে ও সীমান্তের ওপাড়ে পাকিস্তান যেভাবে ভারতবিরোধী ষড়যন্ত্র করে চলেছে, সেই পরিস্থিতিতে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-এর এই মন্তব্যকে যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করছে কূটনৈতিক মহল৷ তাঁর মন্তব্য যে সরাসরি পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়েই পেশ করা হয়েছে, তা মেনেও নিচ্ছেন বিশেষজ্ঞরা৷

please wait

No media source currently available

0:00 0:01:00 0:00

XS
SM
MD
LG