অ্যাকসেসিবিলিটি লিংক

ভারত চিন সীমান্তে তুষারপাতে আড়াই হাজার পর্যটকের প্রাণ সংশয়


ভারত চিন সীমান্তের নাথুলা পাসের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে গিয়ে বিপর্যয়ের মুখে বেশ কিছু পর্যটক, হঠাৎ তুষারপাতে প্রাণ সংশয় হয়ে যায় প্রায় আড়াই হাজার পর্যটকের।

বরফের মধ্যে আটকে পড়েন তাঁরা। প্রবল তুষারপাতে নাথুলা-র ১৭ মাইল এলাকায় থেকে কিছুতেই বেরতে পারছিলেন না ২৫০০ পর্যটক। আর তখনই তাদের বিপদের মুখ থেকে উদ্ধার করল ভারতীয় সেনা। প্রাণের ঝুঁকি নিয়ে এই পর্যটকদের উদ্ধার করলেন সেনা জওয়ানরা। আপাতত তাঁদের সেনার একটি ক্যাম্পে আশ্রয় দেওয়া হয়েছে। পরিস্থিতির একটু উন্নতি হলেই নিজ নিজ এলাকায় পৌঁছে দেওয়া হবে ওই পর্যটকদের বলে খবর।প্রসঙ্গত বলা যেতে পারে এমনিতেই পর্যটকদের জন্য বিপজ্জনক নাথুলা। যে কোনওসময় তুষারপাত বা তুষারঝড় হতে পারে। তার উপর রয়েছে সীমান্তের ওপারে চীনের চোখ রাঙানি। কিন্তু এই পরিস্থিতিতেও নিজেদের জীবন হাতে নিয়ে দেশ রক্ষার কাজ করে চলেছেন সেনা জওয়ানরা। বিপদগ্রস্ত পর্যটকদের সেনা ক্যাম্পে আশ্রয় দেওয়া হয়েছে। খাবার, এবং গরম জামাকাপড় সবই দিচ্ছেন সেনা জওয়ানরা। সেনার তরফে জানানো হয়েছে যতদিন না প্রত্যেক পর্যটককে সুরক্ষিতভাবে গ্যাংটক পৌঁছে দেওয়া যাচ্ছে ততদিন এই অভিযান চলবে।

please wait

No media source currently available

0:00 0:00:55 0:00

XS
SM
MD
LG