অ্যাকসেসিবিলিটি লিংক

মহিলাদের আত্মরক্ষার জন্য তেজস্বিনী ওয়ার্কশপ: কলকাতা পুলিশ সার্জেন্ট ইনস্টিটিউট


মহিলাদের আত্মরক্ষার জন্য তেজস্বিনী ওয়ার্কশপ করেছিল কলকাতা পুলিশ সার্জেন্ট ইনস্টিটিউট। তেজস্বিনীর সাফল্যের পর আবারও একটি বড় পদক্ষেপ নিতে চলেছে তারা। এবার আত্মরক্ষার প্রশিক্ষণের জন্য রীতিমতো স্কুল খুলতে চলেছে। সেখানে নিয়মিত মহিলাদের আত্মরক্ষার প্রশিক্ষণ দেওয়া হবে।

প্রস‌ংগত বলা যেতে পারে তেজস্বিনী ওয়ার্কশপে মোট একশো ছাপান্ন জন মহিলা অংশ নিয়েছিলেন। তাঁদের বয়স ছিল বারো থেকে চল্লিশ-এর মধ্যে। গত সপ্তাহে তাঁদের ট্রেনিং হয়। কলকাতা পুলিশের সার্জেন্টরা আত্মরক্ষার ট্রেনিং দেন। কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, তেজস্বিনীর সফল প্রতিক্রিয়ার ফলেই এই অ্যাকাডেমি খোলার কথা ভাবা হয়। এর ফলে শারীরিক হেনস্তা ও নির্যাতনের প্রতিবাদ করতে পারবে মহিলারা। এর ফলে তাদের আত্মবিশ্বাসও বাড়বে। এছাড়া এর ফলে পুলিশের সঙ্গে সাধারণ মানুষের সম্পর্কও ভাল হবে। কেউ কখনও সমস্যায় থাকলে পুলিশকে সেকথা জানাতে পারবে।পুলিশের এই ট্রেনিংয়ের জন্য ধার্য হয়েছে সপ্তাহের শেষে দিকে। যাতে ছাত্রী ও কর্মরত মহিলারা যোগ দিতে পারে, তাই জন্যই এমন দিনে ট্রেনিং করার কথা ভাবা হয়েছে। প্রতিদিন তিন ঘণ্টা করে হবে ট্রেনিং। সময় স্থির হয়ে গেলেও ট্রেনিংয়ের ফি নিয়ে এখনও আলোচনা হয়নি। পরবর্তী মিটিংয়ের তা চূড়ান্ত হবে। ব্ল্যাক বেল্ট প্রাপ্ত ট্রেনাররা আত্মরক্ষার জন্য ট্রেনিং দেবেন। রাস্তাঘাটে মহিলারা অযাচিত স্পর্শ পান। ট্রেনিংয়ের পর সেগুলি থেকে মহিলারা নিজেদের রক্ষা করতে পারবেন বলে মনে করছে কলকাতা পুলিশ।

please wait

No media source currently available

0:00 0:01:05 0:00

XS
SM
MD
LG