অ্যাকসেসিবিলিটি লিংক

মমতা বন্দ্যোপাধ্যায়ের  নজরে ছোট ও মাঝারি শিল্প


ভারতের পশ্চিমবঙ্গের শিল্পায়নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নজরে ছোট ও মাঝারি শিল্প। যেহেতু এই শিল্পগুলি থেকে বড় মাপের কর্মসংস্থানের রাস্তা খোলে, তাই এর বহর বাড়াতে তৎপর রাজ্য সরকারও। এখানে যাতে জমি কোনও সমস্যা না হয়, তার জন্য উদ্যোগী হয়েছে সংশ্লিষ্ট শিল্প দপ্তর।

এখনও পর্যন্ত এরাজ্যের মোট ১৮টি মহকুমায় ছোট শিল্পের পার্ক বা এস্টেট আছে। দপ্তর চায়, মহকুমা ধরে ধরে ছোট শিল্পের জন্য জমি বরাদ্দ করা হোক। তা যাতে করা যায়, তার জন্য আরও ৩৮টি মহকুমায় ইন্ডাস্ট্রিয়াল এস্টেট বা পার্কের জন্য জমি চিহ্নিত করতে চায় ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প দপ্তর। সেই কাজ যাতে দ্রুত করা যায়, তার জন্য খাস জমি চিহ্নিত করার জন্য ২১টি জেলার জেলাশাসককে চিঠি পাঠিয়েছিল রাজ্য ক্ষুদ্র শিল্প উন্নয়ন নিগম। তাতে ইতিমধ্যেই ১০০ একর জমির সন্ধান মিলেছে। ফের সেই কাজে গতি আনতে আবারও জেলাশাসকদের তদ্বির করা হচ্ছে।ছোট শিল্পের জন্য জমি কিনতে সমস্যা হতে পারে শিল্পপতিদের। সেই দিকটি মাথায় রেখেই সরকার নিজেই এগিয়ে আসে জমি কিনতে। রাজ্যের প্রায় প্রতিটি জেলাতেই গড়ে ওঠে শিল্প পার্ক ও এস্টেট। এখনও পর্যন্ত খাতায় কলমে রাজ্য ক্ষুদ্র শিল্প উন্নয়ন নিগমের আওতায় আছে ৫২টি এস্টেট। এর মধ্যে সবক’টি এস্টেটেই যে শিল্প সংস্থাগুলি জমি নিয়েছে, এমন নয়। কিন্তু সর্বত্রই শিল্পের পরিকাঠামো তৈরি হয়ে রয়েছে। আলো, রাস্তা এবং জলের বন্দোবস্ত রয়েছে সর্বস্তরে। সেখানে যাতে শিল্প সংস্থাগুলি আগ্রহী হয়, তার জন্য প্রচারও চালানো হচ্ছে নিগমের তরফ থেকে।

কলকাতা সংবাদদাতা পরমাসিষ ঘোষরায়ের রিপোর্ট।

please wait

No media source currently available

0:00 0:00:51 0:00


XS
SM
MD
LG