অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতের লোকসভা দিল্লি পরিস্থিতি নিয়ে উত্তাল


ভারতে দিল্লি পরিস্থিতি নিয়ে আজো উত্তাল ছিল লোকসভা। স্পিকারকে, দিল্লির হিংসা-বিধ্বস্ত এলাকায় সর্বদলীয় প্রতিনিধি দল পাঠানোর প্রস্তাব দিয়েছেন বিরোধীরা।

২০০২-এ গুজরাটে পাঠানো হয় সর্বদলীয় প্রতিনিধি দল। তেমনই প্রতিনিধি দল পাঠানো হোক দিল্লিতে। গতকাল সিএএ নিয়ে বিজেপি ও কংগ্রেস সাংসদদের মধ্যে বিতণ্ডা শুরু হয়। ২ জন বিজেপি সাংসদকে নিগ্রহের চেষ্টার অভিযোগ ওঠে ৪ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে। এই প্রেক্ষাপটে গৌরব গগৈ, হিবি এডেন-সহ কংগ্রেসের ৪ সাংসদকে বরখাস্ত করার প্রস্তাব আনতে চেয়ে আজ লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার কাছে অনুমতি চায় বিজেপি। বিজেপি'র দাবি, কংগ্রেসের ৪ প্রতিনিধি সংসদের ২৭৪ নম্বর ধারা লঙ্ঘন করেছেন। পাল্টা বিজেপি'র বিরুদ্ধে দলীয় সাংসদের হেনস্থার অভিযোগে সরব হয় কংগ্রেসও। অন্যদিকে, দিল্লির-হিংসা নিয়ে রাজ্যসভায় আলোচনা চেয়ে নোটিশ আনে কংগ্রেস-বামেরা। এনিয়ে পরিস্থিতি ফের উত্তপ্ত হওয়ার আশঙ্কায় অবস্থা সামাল দিতে অধিবেশন শুরুর আগেই সর্বদল বৈঠকের ডাক দেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা।

please wait

No media source currently available

0:00 0:00:55 0:00


XS
SM
MD
LG