অ্যাকসেসিবিলিটি লিংক

ভারত হাইড্রোক্সিক্লোরোকুইন ট্যাবলেট সরবরাহ করতে রাজি হওয়ায় দেশটির প্রশংসা করেছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প


যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের দাবি অনুযায়ী ভারত হাইড্রোক্সিক্লোরোকুইন ট্যাবলেট সরবরাহ করতে রাজি হওয়ায় প্রেসিডেন্ট ট্রাম্প আজ ভারতের প্রশংসা করেছেন। গত সোমবার তিনি হুমকি দিয়েছিলেন, যুক্তরাষ্ট্রের করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য ভারত যদি ঐ ওষুধ রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে না নেয়, তার ফল ভালো হবে না। মঙ্গলবার ভারত জানায়, প্রতিবেশী কিছু দেশ এবং যে সব দেশে চিকিৎসার জন্য এই ওষুধ প্রয়োজন, তাদের কথা ভেবে মানবিকতারের খাতিরে ভারত ওষুধগুলির ওপর থেকে নিষেধাজ্ঞা আংশিক ভাবে তুলে নিচ্ছে। তারপরেই আজ বুধবার প্রেসিডেন্ট ট্রাম্প আপসের সুরে বলেন, যুক্তরাষ্ট্রের কাছে এখন যে ২ কোটি ৯০ লক্ষ ডোজ হাইড্রোক্সিক্লোরোকুইন রয়েছে, তার বেশির ভাগটাই এসেছে ভারত থেকে। ভারত একটা মহান দেশ। খুব স্বাভাবিকভাবেই তারা আগে ভারতের বাসিন্দাদের জন্য প্রয়োজনীয় ওষুধের ব্যবস্থা রাখতে চেয়েছিল, তার পর রপ্তানি। ঠিকই করেছে, আমি যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করে ওষুধের কথা বলেছিলাম, তখনই বুঝেছিলাম ওষুধ উনি ঠিক দেবেন।

ভারতে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও শশী তারুর অবশ্য হুমকি দেওয়ার জন্য ট্রাম্পের এবং চাপের কাছে মাথা নোয়ানোর জন্য মোদীর সমালোচনা করেছেন। তাঁদের বক্তব্য, কোন বন্ধু রাষ্ট্রের প্রধান এমন করে শাসানি দেন কী করে? আর দিলেও আমাদের প্রধানমন্ত্রী তার সামনে নত হলেন কেন? দেশবাসীর নিরাপত্তার প্রশ্ন তো প্রথম বিবেচ্য! এই সব সমালোচনার জবাবে ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব আজ বলেন, ওষুধ নিয়ে অকারণ জল ঘোলা করা হচ্ছে। সরকার দেশবাসীর স্বাস্থ্যের ব্যাপারে কোন আপস করেনি। দেশে যথেষ্ট হাইড্রোক্সিক্লোরোকুইন যে আছে, সেটা নিশ্চিত জেনেই রপ্তানি করতে চলেছে।

XS
SM
MD
LG