বিশ্বব্যাপী করোনা ভাইরাসের সঙ্গে লড়াই চালাতে ভারতের সহযোগিতায় একযোগে কাজ করবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থাটির প্রধান তেদ্রোস আধানম ঘেব্রিয়াসুস বলেছেন, ভারতের মতো বিশাল জনাকীর্ণ একটা দেশকে যে ভাবে পোলিও মুক্ত করা হয়েছে তা অনুকরণ যোগ্য। ভারতের স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনের সঙ্গে এ ব্যাপারে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কথা হয়েছে।
হর্ষবর্ধন জানিয়েছেন কী ভাবে ভারতের স্বাস্থ্যমন্ত্রক প্রতিটি এলাকার পোলিও ম্যাপ তৈরি করেছে, পোলিওর বিরুদ্ধে অভিযানের কৌশল ঠিক করেছে, কী ভাবে লক্ষ লক্ষ স্বাস্থ্যকর্মীকে সেই অনুযায়ী নির্দেশ দিয়ে সারা দেশের প্রতিটি কোনায় কোনায় ছড়িয়ে পড়তে বলা হয়েছে। এবং বছরের পর বছর এ ভাবে অক্লান্ত পরিশ্রম করে শেষ পর্যন্ত পোলিও দূর করা সম্ভব হয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান ভারতের সহযোগিতার জন্য কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেছেন, পোলিও দূরীকরণে ভারতের অভিজ্ঞতা করোনা ভাইরাস বা কোভিড ১৯ সংক্রমণ রোধেও কাজে লাগবে।