ভারতের অন্যান্য রাজ্যের মত পশ্চিমবঙ্গেও পালিত হয়েছে ঈদুল ফিতর। কলকাতাসহ গোটা রাজ্যের বিভিন্ন জায়গায় এদিন ঈদের নামাজে অংশ নেন অসংখ্য মুসলিম সম্প্রদায়ের মানুষ। ঈদের আনন্দ ভাগ করে নেন অন্যান্য সম্প্রদায়ের মানুষেরাও।
আজ কলকাতার রেড রোডে পবিত্র ঈদের নামাজ উপলক্ষ্যে আয়োজিত মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুষ্ঠানের ভাষণে বিজেপি'র বিরুদ্ধে বার্তা দিয়ে বললেন ভয় পাওয়ার কোন কারণ নেই। এদিন কোন রাজনৈতিক দলের নাম না করলে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘যত দ্রুত ইভিএম দখল করেছে, তত দ্রুত চলেও যাবে।’’ প্রসঙ্গত বলা যেতে পারে মুখ্যমন্ত্রী হিসাবে রেড রোডে ঈদের নামাজে প্রতি বছরই যান মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিকে, বুধবার ঈদের নামাজ পড়া শেষ হওয়ার পরেই জম্মু ও কাশ্মীরের কয়েকটি জায়গায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে কিছু বিক্ষোভকারীর সংঘর্ষ বাধে।
রাজ্যের বিভিন্ন মসজিদে ও ইদগায় দলে দলে মানুষ গিয়ে নামাজ পড়েন, নতুন জামা পরে খাওয়া দাওয়া ও আনন্দ করেন। তার মধ্যেই অবশ্য কিছু লোক বিক্ষোভ দেখান, নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষের ঘটনাও ঘটে। তবে কারো হতাহত হওয়ার খবর নেই।
এদিকে নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়েছে, অমরনাথ যাত্রা শেষ হওয়ার পরেই জম্মু ও কাশ্মীরে বিধানসভা ভোটের দিন ঘোষণা করবে কমিশন। এই বছরের শেষের দিকে ঐ রাজ্যে বিধানসভার ভোট হতে পারে।