অ্যাকসেসিবিলিটি লিংক

ভারত ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নৌ-মহড়ায় চারটি জাহাজ পাঠাচ্ছে


কলকাতায় স্কুল শিক্ষার্থীরা যুদ্ধ জাহাজ আইএনএস কির্চের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। ডিসেম্বর ০৫, ২০১৯।
কলকাতায় স্কুল শিক্ষার্থীরা যুদ্ধ জাহাজ আইএনএস কির্চের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। ডিসেম্বর ০৫, ২০১৯।

ভারতের নৌবাহিনী বুধবার জানিয়েছে, ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সহযোগিতা জোরদার করতে ফিলিপাইন, ভিয়েতনাম, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া এবং অস্ট্রেলিয়ার সঙ্গে মহড়া দিতে ও বন্দর পরিদর্শনের জন্য ভারত চারটি জাহাজ পাঠাচ্ছে। ঐ অঞ্চলে চীনের সামুদ্রিক শক্তি বৃদ্ধি পাচ্ছে।

নৌবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ভারতীয় জাহাজগুলো ঐ অঞ্চলে দুই মাসের বেশি সময় থাকবে।

ভারতীয় নৌবাহিনীর মুখপাত্র কমান্ডার বিবেক মাধওয়াল বলেন, চারটি জাহাজই ঐ কার্যক্রমে অংশ নেবে। ঐ বিবৃতিতে আরো বলা হয়, জাহাজগুলো জাপান, অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সঙ্গে মালাবার-২১ নামের বহুপাক্ষিক মহড়ায় অংশ নেবে।

(এপি)

XS
SM
MD
LG