ভারতের রোজভ্যালি চিট ফান্ড নিয়ে তদন্তকারী সংস্থা ইডি এবার কলকাতার নামী চিত্রতারকা ঋতুপর্ণা সেনগুপ্তকে জেরা করতে ডেকে পাঠিয়েছে।
একদিকে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই, অন্যদিকে আর্থিক অনিয়ম নিয়ে তদন্তকারী এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট বা ইডি- এই দুই সংস্থা সারদা ও রোজভ্যালি চিট ফান্ড কেলেঙ্কারির তদন্তে ইদানিং যে জোর দিয়েছে, তাতে বোঝা যাচ্ছে যে কেন্দ্রীয় সরকার এখন দ্রুত জাল গুটিয়ে আনতে চাইছে।
গতকাল ইডি তলব করেছে পশ্চিমবঙ্গের ফিল্ম জগতের সবচেয়ে নামী নায়ক প্রসেনজিৎকে। তাঁকে জেরা করা হবে ১২ই জুলাই। আজ ইডি'র সমন পেয়েছেন টলিউড তারকা ঋতুপর্ণা সেনগুপ্ত। তাঁর হাজিরা আসছে সপ্তাহে। দিন কয়েক আগে সারদা কেলেঙ্কারির জেরে জেলে যাওয়া প্রাক্তন মন্ত্রী মদন মিত্রকে রোজভ্যালি কান্ড নিয়ে চার ঘন্টা জেরা করে ইডি অনেক তথ্য পেয়েছে। তার পরে ইডি জেলে গিয়ে রোজভ্যালির কর্ণধার গৌতম কুন্ডুকেও জেরা করে। তার সঙ্গে ঋতুপর্ণার ব্যক্তিগত ও ব্যবসায়িক ঘনিষ্ঠ সম্পর্ক ছিল।