অ্যাকসেসিবিলিটি লিংক

কলকাতা হাইকোর্ট পুজো কমিটিগুলোকে সরকারি অনুদান সংক্রান্ত জনস্বার্থ মামলা খারিজ করে দিয়েছে


ঠিক দুর্গাপূজার মুখে পশ্চিমবঙ্গ সরকারকে স্বস্তি দিয়ে কলকাতা হাইকোর্ট পুজো কমিটিগুলোকে সরকারি অনুদান সংক্রান্ত জনস্বার্থ মামলা থেকে হাত গুটিয়ে নিল।

মাসখানেক আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের ২৮ হাজার পুজোর উদ্যোক্তাদের প্রতিটিকে ১০ হাজার টাকা করে মোট ২৮ কোটি টাকা অনুদান দেওয়ার কথা ঘোষণা করায় সমালোচনার ঝড় ওঠে। করদাতাদের অর্থ সরকারি কোষাগার থেকে তুলে এভাবে নয়ছয় করার অভিযোগে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়। হাইকোর্ট ঐ অর্থ বন্টনে স্থগিতাদেশ জারি করে এবং সরকারের কাছে অনুদানের কারণ জানতে চায়।

গতকাল রাজ্যের অ্যাডভোকেট জেনারেল জানান, মুখ্যমন্ত্রীর "সেফ ড্রাইভ, সেভ লাইফ" কর্মসূচির প্রচারে ঐ টাকা দেওয়া হয়েছে। সেই সঙ্গে তিনি মনে করিয়ে দেন, আইনসভায় পাশ হওয়া কোন প্রস্তাবে আদালতের হস্তক্ষেপ করার অধিকার নেই। কলকাতা হাইকোর্ট আজ এই যুক্তি মেনে নিয়ে এই সংক্রান্ত জনস্বার্থ মামলাটি খারিজ করে দিয়েছে। উচ্চ আদালতের বিচারপতিরা শুধু বলেছেন, জনগণের টাকার যাতে অপব্যবহার না হয়, সরকার যেন সেদিকে নজর রাখে।

please wait

No media source currently available

0:00 0:00:50 0:00

XS
SM
MD
LG