ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন সাংবিধানিক বেঞ্চ বলেছে, আলোচনার মাধ্যমে অযোধ্যা মামলার সমাধান সূত্র বের করা না গেলে ২৫শে জুলাই থেকে সুপ্রিম কোর্টে আবার শুনানি শুরু হবে।
গত ১০ই মে অযোধ্যা মামলার শুনানির দিন সুপ্রিম কোর্টের বিচারপতিরা বলেছিলেন, এখানে ব্যাপারটা শুধু মাত্র জমি নিয়ে নয়। এর মধ্যে দেশের মানুষের আবেগ অনুভূতি মিশে আছে। কাজেই আদালত এর বিচার করার আগে একবার আলোচনার মাধ্যমে সমস্যার স্থায়ী সমাধানের চেষ্টা করা দরকার। সেই মতো সুপ্রিম কোর্টই তিন জনের একটি প্যানেল গঠন করে দেয়। তাঁর নেতৃত্বে রয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি এফ এম ইব্রাহিম খলিফুল্লাহ্। ১৫ই অগস্টের মধ্যে এব্যাপারে রিপোর্ট জমা দিতে বলা হয়েছিল।
কিন্তু এখন বোঝা যাচ্ছে আলোচনায় তেমন কিছু অগ্রগতি হয়নি, এ নিয়ে অভিযোগও দায়ের করা হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে সুপ্রিম কোর্ট আজ বৃহস্পতিবার বিচারপতি খলিফুল্লাহ্কে বলেছে, তিনি যেন নির্ধারিত সময়ের একমাস আগে ১৮ই জুলাইয়ের মধ্যেই প্যানেলের রিপোর্ট জমা দেন। সেটি খতিয়ে দেখে দরকার মনে হলে ২৫শে জুলাই ফের শুনানি শুরু হবে।