অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতের রাজ্যসভায় নাগরিকত্ব সংশোধন বিল পেশ


ভারতীয় সংসদের রাজ্যসভায় আজ নাগরিকত্ব সংশোধন বিল পেশ করা হয়েছে। ওদিকে অসম ও ত্রিপুরায় এই বিলের বিরুদ্ধে বিক্ষোভ আরও ছড়িয়ে পড়েছে।

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্ আজ বুধবার রাজ্যসভায় নাগরিকত্ব সংশোধন বিল পেশ করা মাত্র বিরোধী দলগুলির সাংসদেরা এটিকে অসাংবিধানিক ও বিভেদমূলক বলে বর্ণনা করে প্রতিবাদে ফেটে পড়েন। অবস্থা এমন দাঁড়ায় যে সভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডুর নির্দেশে রাজ্যসভা টিভির সম্প্রচার কিছুক্ষণ বন্ধ রাখতে হয়।

ওদিকে অসম ও ত্রিপুরায় আজ নাগরিকত্ব সংশোধন বিলের বিরুদ্ধে বিক্ষোভ আরো ছড়িয়ে পড়ে। অবস্থা সামাল দিতে ত্রিপুরায় তিন কলাম ও অসমে এক কলাম সেনা মোতায়েন করা হয়েছে। ত্রিপুরার আগরতলা ও অসমের গুয়াহাটি, গোলাঘাট, ডিব্রুগড়ে বিক্ষোভকারীরা নানা জায়গায় আগুন লাগিয়ে দেয়। উত্তর পূর্বাঞ্চলে ১৪টি ট্রেন বাতিল করে দিতে হয়েছে, তিনটি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে।

অসম ও ত্রিপুরার মানুষের ধারণা, নাগরিকত্ব বিলটি আইনে পরিণত হলে প্রতিবেশী বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ এই দুই রাজ্যে এসে আশ্রয় নেবে। ফলে এগুলির জনজাতির শ্রেণী বিন্যাস বদলে যাবে।

please wait

No media source currently available

0:00 0:00:46 0:00


XS
SM
MD
LG