অ্যাকসেসিবিলিটি লিংক

মাওবাদী ঘনিষ্ঠ নেতা ছত্রধর মাহাতোর সাজা কমিয়েছে কলকাতা হাই কোর্ট


পশ্চিমবঙ্গে জঙ্গল মহলের মাওবাদী ঘনিষ্ঠ নেতা ছত্রধর মাহাতো-সহ চার জনের যাবজ্জীবন কারাদণ্ড আজ খারিজ করে সাজার মেয়াদ কমিয়ে দিয়েছে কলকাতা হাই কোর্ট।

রাজ্যে সিপিএমের শাসনকালে ২০০৯ সালে লালগড়-কাঁটাপাহাড়ি বিস্ফোরণ মামলায় গ্রেফতার হয়েছিলেন ছত্রধর মাহাতো ও আরো ৫ জন। সাগুন মুর্মু, শম্ভু সরেন, সুখশান্তি বাস্কে, প্রসূন চট্টোপাধ্যায় এবং রাজা সরখেল। এঁদের মধ্যে প্রথম চারজন ষড়যন্ত্র, বেআইনি অস্ত্র রাখা এবং দেশদ্রোহিতার অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছিলেন।

বুধবার, কলকাতা হাই কোর্টের বিচারপতি মুমতাজ খান ও জয় সেনগুপ্তর ডিভিশন বেঞ্চ তাদের শাস্তির মেয়াদ কমিয়ে ১০ বছর করে দিয়েছেন। যেহেতু, ২০০৯ সাল থেকে তারা কারাবাস করছেন, তাই কার্যত শীঘ্রই মুক্তি পেয়ে যাবেন।

এ ছাড়া রাজা সরখেল ও প্রসূন চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ছিল। বিচারপতিরা বলেন, ঐ অভিযোগের কোন বাস্তব ভিত্তি খুঁজে পাওয়া যায়নি, তাই তাদের বেকসুর খালাস করে দেওয়ার রায় দেন তাঁরা। পশ্চিমবঙ্গের গণতন্ত্র রক্ষা সমিতি হাইকোর্টের এই রায়কে স্বাগত জানিয়েছে।

please wait

No media source currently available

0:00 0:00:43 0:00

XS
SM
MD
LG