সারা পৃথিবীর অনাবাসী মানুষের মধ্যে ভারতীয়দের সংখ্যাই সবচেয়ে বেশী। আর এ সংখ্যা এক কোটি ৬০ লক্ষ। দ্বিতীয় স্থানে রয়েছে মেক্সিকোর নাগরিকেরা, তাদের সংখ্যা এক কোটি ২০ লক্ষ।
জাতিসংঘের হিসাব, গোটা পৃথিবীর মোট জনসংখ্যার ৩.৩% অনাবাসী মানুষ। অনাবাসী মানে যে সব মানুষ এক দেশে জন্মে বাকি জীবন কাটাচ্ছেন ভিন্ন কোনও দেশে। গত বছর অনাবাসীদের সবচেয়ে পছন্দের গন্তব্য ছিল মার্কিন যুক্তরাষ্ট্র। আরও ছিল রাশিয়া ও জার্মানি। এই পরভূমবাসীদের মধ্যে ২ কোটি মানুষ শরণার্থী।
ভিন্ন দেশে বাস করতে চাওয়া মানুষদের মধ্যে অধিকাংশই কমবয়সী বা কর্মঠ মানুষ। দুনিয়া জুড়ে মানুষের এই নতুন দেশ খুঁজে বেড়ানোর কাজে কিন্তু সব তরফই উপকৃত হয়। যিনি নতুন দেশে এলেন, তিনি প্রধানত ভাগ্য ফেরানোর লক্ষ্যে দেশ ছেড়েছেন। যে দেশে এঁরা যাচ্ছেন, সেগুলি প্রধানত তেমন দেশ যেখানকার জনসংখ্যা বয়স্ক, সেখানে কর্মক্ষম মানুষের অভাব রয়েছে। যে দেশ ছেড়ে এঁরা চলে গেলেন, সেখানে অনাবাসীদের কাছ থেকে টাকা আসা শুরু হয়ে যায়। অনাবাসীদের ব্যক্তিগত নবলব্ধ সমৃদ্ধির ভাগ পান তাঁদের ফেলে-আসা আত্মীয়-বন্ধুরাও। কলকাতা থেকে গৌতম গুপ্ত।