ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী মারা গেছেন। দিল্লির All India Institute of Medical sciences আজ বিকেল ৫টা ৫ মিনিটে তাঁর মৃত্যু সংবাদ ঘোষণা করে। তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
তিনবার প্রধানমন্ত্রী হয়েছেন তিনি, প্রথমবার ১৩ দিনের জন্য, দ্বিতীয় বার ১১ মাস, তৃতীয় বার চার বছরের পুরো মেয়াদ।
গোধরা কাণ্ডের পর গুজরাতের তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীকে বলেছিলেন, রাজধর্ম পালন করতে। বলতেন, ভারতে ধর্ম নিরপেক্ষতা না থাকলে ভারত আর ভারত থাকবে না। এই কারণেই তাঁর প্রতি শেষ শ্রদ্ধা জানাতে কেন্দ্র ও তাঁর দল ছাড়াও নানা রাজ্যের নানা দলের রাজনীতিকরা দিল্লি চলে গিয়েছেন।
কবি হিসেবেও বাজপেয়ীর খ্যাতি ছিল।