অ্যাকসেসিবিলিটি লিংক

মুম্বাইয়ে বহুতল ভবন ভেঙে পড়লো


ভারতের মুম্বাইয়ের ডংরিতে ভেঙে পড়লো বহুতল ভবন। ৫ তলার ঐ ভবনটি ভেঙে পড়ায় বহু মানুষের আটকে থাকার আশঙ্কা রয়েছে। স্থানীয়দের দাবি কমপক্ষে ৪০ জন মানুষ ধ্বংসস্তুপে চাপা রয়েছে। দুর্ঘটনা ঘটার কিছুক্ষণের মধ্যেই দমকল ও বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। শুরু হয় যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ২ জনের মৃত্যু হয়েছে।

স্থানীয় সূত্রের খবর ডংরির তান্ডেল স্ট্রিটে কেশরবাড়ি নামে ঐ ভবনটি সকাল ১১.৪০ মিনিটে ভেঙে পড়ে। প্রশাসন তরফে জানানো হয়েছে, ঘিঞ্জি এলাকা হওয়ায় উদ্ধারকাজে ব্যাহত হচ্ছে। দমকলের ইঞ্জিন, অ্যাম্বুল্যান্স অনেকটাই দূরে রাখা হয়েছে ঘটনাস্থল থেকে। উদ্ধারকাজে হাত লাগিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁরা লাইন করে দাঁড়িয়ে হাতে-হাতে ধ্বংসাবশেষ সরাচ্ছেন।

এক প্রত্যক্ষদর্শী বলেন, “প্রকাণ্ড শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। ভূমিকম্প হল মনে হচ্ছে। বিল্ডিং ভেঙে পড়লো বলে সবাই চিৎকার করছে।”ভেঙে পড়া ভবনটি প্রায় একশো বছরের পুরনো বলে দাবি স্থানীয়দের।

please wait

No media source currently available

0:00 0:00:50 0:00

XS
SM
MD
LG