অ্যাকসেসিবিলিটি লিংক

ঘুষ কেলেঙ্কারিতে ঘোলা ভারতীয় রাজনীতির জল


ভারতে ডজনখানেক তৃণমূল কংগ্রেস সাংসদ ও নেতা-নেত্রীরা কি ভাবে ঘুষ খাচ্ছেন, তা ক্যামেরাবন্দী করেছিল নারদ নিউজ নামে একটি ওয়েব পোর্টাল। তা নিয়ে ক্রমেই ঘোলা হচ্ছে রাজনীতির জল।

বুধবার সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাটি ঘটল সংসদে। কিছুটা তর্ক-বিতর্কের পর লোকসভার স্পিকার সুমিত্রা মহাজন বিষয়টি পাঠিয়ে দিলেন লোকসভার এথিকস বা নৈতিকতা বিষয়ক কমিটির কাছে। তারাই তদন্ত করে দেখবে সাংসদেরা সত্যিই ঘুষ খেয়েছিলেন কি না?

এছাড়া, কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের অধীনস্থ এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট এনিয়ে তদন্তের প্রাথমিক পদক্ষেপ হিসেবে এদিনই নারদ নিউজ-এর কাছে সমস্ত ভিডিও ফুটেজ চেয়ে পাঠাল।

অন্যদিকে, কংগ্রেস হাইকম্যান্ডের উৎসাহে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হল সিবিআই'কে দিয়ে এঘটনার তদন্ত করবার জন্য।

বুধবারই কলকাতা পুরসভায় ঘুষকান্ড নিয়ে প্রবল বিতন্ডা ও হাতাহাতি হয়। পুরসভার মেয়র শোভন চট্টোপাধ্যায়ও ঘুষকান্ডে অন্যতম অভিযুক্ত। কলকাতা থেকে গৌতম গুপ্ত।

please wait

No media source currently available

0:00 0:00:45 0:00

XS
SM
MD
LG