ভারতের দুটি জায়গায় এখন দুটি ধর্মীয় মেলা চলছে। উত্তরপ্রদেশের প্রয়াগে কুম্ভ মেলা, আর পশ্চিমবঙ্গের সাগর দ্বীপে গঙ্গাসাগর মেলা। লক্ষ লক্ষ হিন্দু ভক্ত এই দুই জায়গায় পূণ্য স্নান করতে যান। এই বিষয়ে বিস্তারিত জানতে কলকাতা সংবাদদাতা দীপংকর চক্রবর্তী'র সঙ্গে ওয়াশিংটন স্টুডিও থেকে কথা বলেছেন তাওহীদুল ইসলাম।
দীপংকর চক্রবর্তী, কুম্ভ শব্দের উৎস কী? কোথায় কোথায় কুম্ভ মেলা হয় ও কবে হয়? কত মানুষ কুম্ভ মেলায় সমবেত হন, তাঁরা কোথা থেকে আসেন? পূণ্য স্নানই কি এই মেলার মুখ্য উদ্দেশ্য?
সাগর মেলাতেও কি ভক্তের দল মূলত স্নান করতেই যান? এতে ঐ অঞ্চলের বাসিন্দাদের অসুবিধা হয় না?- এমন নানা প্রশ্নের জবাব দিয়েছেন।