বিড়ি-সিগারেটের মোড়কে ছবি বা লেখার মাধ্যমে স্বাস্থ্য সতর্কতা কতটা বড় হওয়া উচিত? ভারতে দাবি উঠেছিল, এখন যে মোড়কের মাত্র ৪০ শতাংশ জুড়ে সতর্কতা থাকে, তা বাড়িয়ে ৮৫ শতাংশ করা দরকার।
কিন্তু সংসদের একটি স্বাস্থ্য সম্পর্কিত কমিটির সিদ্ধান্ত হল, ৫০ শতাংশ হলেই যথেষ্ট। কেন, তা ব্যাখ্যা করে কমিটি বলছে, বিড়ি-সিগারেটের সঙ্গে জড়িত রয়েছে তামাক চাষীদের জীবিকা, আর সরকারের রাজস্ব আদায়ের বিষয়টিও। মোড়ক দেখে যদি মানুষ তামাক ব্যবহারের বিপদ সম্পর্কে আতঙ্কিত হয়ে ওঠেন, তাহলে বিড়ি-সিগারেটের বিক্রি দারুণ ভাবে কমে যেতে পারে। তেমন ঘটলে দেশের তামাক চাষীরা বিপদে পড়বেন।
অন্য দিকে, তামাক বাবদ সরকারি রাজস্ব পড়ে গেলে রাজকোষে ঘাটতি দেখা যেতে পারে। কিন্তু স্বাস্থ্য আন্দোলনের পুরোধারা মনে করেন, তামাকের বদলে অন্য কিছু চাষ করতে পারেন চাষীরা। আর সরকারি রাজস্ব? রাজকোষ ভর্তি করতে গিয়ে কেন বলি দেওয়া হবে লক্ষ লক্ষ ধূমপায়ীদের প্রাণ? কলকাতা থেকে গৌতম গুপ্ত।