ভারতের অসমে বন্যায় কাজিরঙ্গা অভয়ারণ্য ডুবে যাওয়ায় একটি বাঘ আজ পাশের লোকালয়ে একটি ঘরে ঢুকে পড়ে।
এ বছর অসমের বন্যা বিখ্যাত কাজিরঙ্গা অভয়ারণ্যকেও রেহাই দেয়নি। অরণ্যের অধিকাংশ জলে তলিয়ে যাওয়ায় ইতোমধ্যে তিনটি গন্ডার সহ গোটা তিরিশেক বন্যপ্রাণী ডুবে মারা গিয়েছে। প্রাণ বাঁচাতে জীবজন্তুরা মাঝে মাঝেই লোকালয়ের দিকে চলে আসছে। জঙ্গলের পাশে জাতীয় সড়কের উপর দিয়ে বিশাল গন্ডার দৌড়ে যাচ্ছে, এমন দৃশ্য ওই অঞ্চলে বিরল নয়। তবে আজ সকালে একটি বিরল দৃশ্যের সাক্ষী হয়েছেন এলাকার বাসিন্দারা। একটি বড় বাঘ জলে ডোবা জঙ্গল থেকে বেরিয়ে জাতীয় সড়ক ধরে একটু দূরে কার্বি আংলং পাহাড়ের দিকে যাচ্ছিল। হঠাৎই কী মনে হওয়ায় সে লাফ দিয়ে রাস্তার পাশে টিনের বেড়া পেরিয়ে একটা গুদাম ঘরে ঢুকে পড়ে।
আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে কাজিরঙ্গা অভয়ারণ্যের কর্তৃপক্ষকে খবর দেন। বনকর্মীরা গিয়ে টিনের বেড়ার ফুটো দিয়ে দেখেন, বাঘ গুদামের মালিকের ঘরে পাতা বিছানায় দিব্যি আরামে শুয়ে আছে। বাঘটি নিশ্চয়ই খুব ক্লান্ত ছিল, বনকর্মীরা সারা দিন ধরে চেষ্টা করেও তাকে নড়াতে পারেননি। এখন তাকে ঘুমপাড়ানি গুলি ছুড়ে নিরাপদ কোন জঙ্গলে ছেড়ে আসার চেষ্টা চলছে।